করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো ঘোষিত লকডাউন শিথিল করছে দেশটি। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বক্তব্যে তিনি জানান, জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি অন্য দোকানও খোলার অনুমতি দেওয়া হচ্ছে। এতে ক্রিসমাসের সময়ে মানুষ তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে বার ও রেস্তোরাঁ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, ফ্রান্স করোনার দ্বিতীয় ঢেউয়ের চূড়া অতিক্রম করেছে। ১৫ ডিসেম্বর থেকে লকডাউন পুরোপুরি শিথিল করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে নতুন সংক্রমণ ৫ হাজার বা তার কম থাকলে সাধারণ যাতায়াতের আর কোনো বাধা থাকবে না। করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে আমাদের সবকিছু করতে হবে। তৃতীয় লকডাউন যেকোনোভাবেই হোক ঠেকাতে হবে।
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে দেশটিতে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ লাখ মানুষের। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫০ হাজারেরও বেশি।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এইচএমএস/