ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে শুরু চার দিনব্যাপী ‘খেলো কাশ্মীর’ প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ভারতে শুরু চার দিনব্যাপী ‘খেলো কাশ্মীর’ প্রতিযোগিতা

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া ইনস্টিটিউটের আয়োজনে রোববার (৬ ডিসেম্বর) থেকে চার দিনব্যাপী ‘খেলো কাশ্মীর’ প্রতিযোগিতা শুরু হয়েছে।

করোনা মহামারীর কারণে সরকারি বিধি মেনে এবারের প্রতিযোগিতায় মাত্র তিনটি খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এগুলো হলো তাইকোয়ান্ডো, কারাতে এবং বক্সিং। শ্রীনগরে স্থানীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শত শত খেলোয়াড় অংশ নিচ্ছেন।

দীর্ঘদিন স্টেডিয়ামটি করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতার মধ্য দিয়েই এটি পুনরায় চালু হলো বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আর স্থানীয়রা বলছেন, এই জাতীয় টুর্নামেন্টগুলো হওয়া দরকার। কারণ এটি তরুণদের উদ্বুদ্ধ করে।

তথ্যসূত্র: দ্য সিঙ্গাপুর পোস্ট

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।