ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইগুরদের কব্জায় রাখতে এবার চীনের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
উইগুরদের কব্জায় রাখতে এবার চীনের নতুন কৌশল

উইগুর মুসলিমদের কব্জায় রাখতে এবার নতুন কৌশলে মাঠে নেমেছে চীন। প্রত্যেক উইগুর মুসলিমকে চিহ্নিত করতে তারা উদ্ভাবন করেছে নতুন প্রযুক্তি।

এই প্রযুক্তির মাধ্যমে অনেক লোকের ভিড়ের মধ্যেও উইগুরদের শনাক্ত করা যাবে।  

জানা গেছে, উইগুরদের শনাক্ত করার জন্য নতুন এ প্রযুক্তি এনেছে চীনের বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। তারা একটি সফটওয়্যার তৈরি করেছে। যার সাহায্যে মুখ দেখেই উইগুরদের শনাক্ত করা যাবে।  

এই সফটওয়্যারের সাহায্যে ধর্মপ্রাণ উইগুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢোকানো হচ্ছে। এমনকি তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে। যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দিশিবিরে বা বাইরে রাখতে পারবে তারা।

চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনঝিয়াংয়ে উইগুরদের বাস। সেখানেই নানা বিধি-নিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে চীন এই অভিযোগের কথা বরাবরই অস্বীকার করে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।