ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারত-নেপাল প্রতিরক্ষা সহযোগিতা এক্সপো অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ভারত-নেপাল প্রতিরক্ষা সহযোগিতা এক্সপো অনুষ্ঠিত

নেপালের সঙ্গে ভারতের সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে ভারত ও নেপালের মধ্যে একটি ওয়েবিনার এবং এক্সপো অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়।

এতে আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা ও রফতানি লক্ষ্য অর্জনের জন্য আলোচনা করা করা হয়েছে। ওয়েবিনারের সময় ১২টি ভারতীয় প্রতিরক্ষা সংস্থা এতে অংশ নেন।

উভয় পক্ষই এসময় নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং শুভেচ্ছার, পারস্পরিক শ্রদ্ধা ও প্রশংসার উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র: ইন্ডিয়াব্লুমস

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।