ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় 

একে অপরের সঙ্গে পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।

গত শুক্রবার (০১ জানুয়ারি) নিজ নিজ দেশের হেফাজতে থাকা বেসামরিক বন্দি এবং নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে প্রতিবেশী দেশ দুটি।

২০০৮ সালের চুক্তির বিধান অনুযায়ী কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই বেসামরিক বন্দি ও পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সঙ্গে এই তালিকা বিনিময় করে।

এতে বলা হয়, চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে একে অপরকে প্রত্যেক বছরের জানুয়ারির প্রথম দিনে জানানোর কথা রয়েছে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তিটি ১৯৯১ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।