ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ঘোমটা নিষিদ্ধকরণ আইন অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
ফ্রান্সে ঘোমটা নিষিদ্ধকরণ আইন অনুমোদন

প্যারিস: প্রকাশ্যে ঘোমটা দেওয়া নিষিদ্ধ করেছে ফ্রান্স। দেশটির সিনেট মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছে।

আইনটির পক্ষে ২৪৬টি এবং বিপক্ষে ১টি ভোট পড়ে।

সিনেটর ফ্রান্সিয়স প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি সঠিক পদক্ষেপ। ’

মুসলিম নেতারা আইনটি পাশের সমালোচনা করেছেন। তাদের মতে, আইনটি ফ্রান্সের মুসলিম নারীদের বিব্রত করবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ফ্রান্সের এক মুসলিম নারী কেনজা দিদার বলেন, ‘আমি নিকাব পরবোই। এ আইন আমার নেকাব পরা ঠেকাতে পারবে না। ’
কেনজা বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হলে আমি মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান আদালতে মামলা করবো।

অনুমোদিত নতুন আইনে বলা হয়েছে, কোনো নারী আইনটি ভঙ্গ করলে দেড় শ ইউরো জরিমানা করা হবে। কোনো স্বামী তার স্ত্রীকে প্রকাশ্যে ঘোমটা দিতে বাধ্য করলে  স্বামীকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হবে। এ ছাড়া তাকে ১ বছর জেল খাটতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।