ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সোনার খনিতে বিস্ফোরণ, আটকে পড়লো ২২ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
চীনে সোনার খনিতে বিস্ফোরণ, আটকে পড়লো ২২ শ্রমিক চীনে সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণে আটকে পড়েছেন ২২ জন শ্রমিক

চীনে উত্তর-পূর্বাঞ্চলের শানদং প্রদেশের একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণে আটকে পড়েছেন ২২ জন শ্রমিক।

মঙ্গলবার (১২ জানুয়ারি) জার্মানির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডিডব্লিউ এ তথ্য জানায়।

চীনা সংবাদমাধ্যম জানায়, রোববার (১০ জানুয়ারি) দুপুরে কিশিয়া শহরের কাছে অবস্থিত ওই সোনার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে ২২ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েন এবং তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার ওই শ্রমিকদের খোঁজে উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন কর্তৃপক্ষ।  সোনার খনিটির মালিক শানদং উকাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।