ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা দিলেন ইমরান খানের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পদত্যাগের ঘোষণা দিলেন ইমরান খানের মুখপাত্র

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখপাত্র নাদিম আফজাল চাঁন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় নাদিম আফজাল লেখেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করছি।

পাকিস্তানের ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। মন্ত্রিসভার এক বৈঠকে ওই সদস্যের ব্যাপারে অসন্তোষ জানান ইমরান খান। সরকারের সিদ্ধান্তকে গ্রহণ বা পদত্যাগের আহ্বান জানান তিনি। ইমরান খানের এমন আহ্বানের পরই নাদিম আফজাল পদত্যাগ করেন। তবে তিনি পিটিআই ছাড়ছেন না বলেও জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ইমরান খান নাদিম আফজাল চাঁনের পদত্যাগপত্র পেয়েছেন। তবে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।  

সূত্র: ইন্ডিয়া ব্লুমস।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।