ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইসলামিক সন্ত্রাসী’: বিজেপির মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইসলামিক সন্ত্রাসী’: বিজেপির মন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইসলামিক সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন উত্তর প্রদেশের বিজেপির মন্ত্রী আনন্দ স্বরূপ শুকলা। রোববার তিনি মমতার সমালোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেন।

 

তিনি বলেন, দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন মমতা। ইসলামপন্থি সন্ত্রাসীদের নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করছেন। এর মধ্য দিয়ে তিনি দেশের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছেন। তিনি হিন্দু দেব দেবীকে অপমান করেছেন। তিনি আর ‘ভারতীয়তায়’ বিশ্বাস করেন না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

উল্লেখ্য, এ বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে। মোট ২৯৪টি আসনে ভোট হবে। এবার এসব আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হবে বিজেপির সঙ্গে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি অবস্থান শক্ত করেছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেস

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।