ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান, নিন্দা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান, নিন্দা ইরানের

ঢাকা: মধ্যপ্রাচ্যের আকাশে বোমারু বিমান ‘বি-৫২’ উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিমানটি ৩২ হাজার কেজি গোলাবারুদ বহনে সক্ষম।

এ ঘটনার পরপরই নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, ক্ষমতা শেষ হয়ে আসার দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারেন। এটি তারই একটি অংশ হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এটি তাদের প্রতিরক্ষা পরিকল্পনার অংশ মাত্র।

এদিকে ‘বি-৫২’ মিশনের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ টুইটার বার্তায় বলেন, আমেরিকার এই পদক্ষেপ ইরানকে ভয় দেখানোর জন্য করা হয়েছে, যা উস্কানিমূলক। এসময় তিনি সামরিক বাহিনীর পেছনে শত কোটি ডলার ব্যয় না করে সেই অর্থ মার্কিনিদের স্বাস্থ্য সেবায় ব্যয়ের পরামর্শ দেন।

ওই টুইট বার্তায় জারিফ আরও বলেন, আমরা ২০০ বছরের ও বেশি সময় ধরে যুদ্ধ করিনি। তাই বলে আমরা প্রতিপক্ষকে পিষে ফেলতে লজ্জা করবো না।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।