ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিল চীন

বিদেশি জাহাজের ওপর গুলি করার ব্যাপারে কোস্টগার্ডকে অনুমতি দিয়েছে চীন সরকার। এ বিষয়ে নতুন একটি আইন পাস করা হয়েছে।

 

চীনের আশপাশের সমুদ্রসীমায় যেসব উত্তেজনা রয়েছে এই আইন পাসের পর তা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে শুক্রবার এ আইন পাস হয়। পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে দেশটির সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ।
 
নতুন এ আইনে বলা হয়েছে- চীনা কোস্টগার্ডের সদস্যরা বিদেশি জাহাজের মাধ্যমে  হুমকির মুখে পড়লে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো উপায় অবলম্বন করতে পারবে।

চীনের কোস্টগার্ড কী ধরনের শক্তি ব্যবহার করতে পারবে এ আইনে তা পরিষ্কার করে বলা হয়েছে।  

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের দ্বন্দ্ব রয়েছে। আবার এ সাগরে মার্কিন নৌবাহিনীর তৎপরতার ফলে সেখানে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সামরিক উত্তেজনা রয়েছে। এছাড়া পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে চীনের কয়েকটি দ্বীপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।