ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে ট্রাম্পকে প্রতিশোধের হুমকি খামেনির, অ্যাকাউন্ট ব্লক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
টুইটারে ট্রাম্পকে প্রতিশোধের হুমকি খামেনির, অ্যাকাউন্ট ব্লক

ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেমানি হত্যার বদলা নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফার্সি ভাষার টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেওয়া হয়।

টুইটার পোস্টে দেখা যায়, যুদ্ধবিমান বা ড্রোনের ছায়ার নিচে ট্রাম্পের মতো দেখতে এক ব্যক্তি গলফ খেলছেন। সেখানে ক্যাপশনে খামেনির ১৬ ডিসেম্বরে দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে লেখা হয়েছে, ‘প্রতিশোধ অবশ্যম্ভাবী’।

এসময় আরও লেখা হয়, সোলেমানির হত্যাকারী এবং এ হত্যাকাণ্ডের নির্দেশ যিনি দিয়েছেন তাকে এর মূল্য দিতে হবে। এই প্রতিশোধ যথাসময়েই নেওয়া হবে।

তবে এই টুইট বার্তা প্রকাশের পর টুইটার থেকে আয়াতুল্লাহ আলি খামেনির অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়।

তথ্যসূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।