ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কৃষক-পুলিশ সংঘর্ষ: ২০০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ভারতে কৃষক-পুলিশ সংঘর্ষ: ২০০ জন আটক ভারতে কৃষক-পুলিশ ব্যাপক সংঘর্ষ

ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনে ব্যাপক সহিংসতার পর দুশ’ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) বিবিসি জানায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়া কৃষক আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত হাজার হাজার কৃষক হেঁটে ও ট্র্যাক্টর নিয়ে রাজধানী দিল্লির লালকেল্লায় জড়ো হন।

এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

কৃষক-পুলিশের এ সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। এ সময় তিনশ’ পুলিশ অফিসার আহত হয়েছেন বলেও জানা গেছে।

শান্তিপূর্ণ মিছিলে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন দাবি করে কৃষকনেতারা জানান, তারা এ বিক্ষোভ অব্যাহত রাখবেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।