ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লির ইসরায়েল দূতাবাসের পাশে বিস্ফোরণ, কাছাকাছিই ছিলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
দিল্লির ইসরায়েল দূতাবাসের পাশে বিস্ফোরণ, কাছাকাছিই ছিলেন মোদী ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলের কাছাকাছি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণে কেউ আহত হননি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

খবরে বলা হয়, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে বিজয় চকের দূরত্ব ২ কিলোমিটারের চেয়েও কম। বিস্ফোরণের সময় বিজয় চকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের একটি সূত্রের বরাতে খবরে বলা হয়, প্ল্যাস্টিক ব্যাগে মোড়ানো বিস্ফোরকটি ইসরায়েলের দূতাবাসের কয়েক মিটার দূরে ফুটপাতে রাখা ছিল।

বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে দূতাবাসের বাইরে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।