ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নেপালে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ বিক্ষোভ/ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ইন্ডিয়া ব্লুমস এ তথ্য জানায়।

এএনআইর বরাত দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানে হিন্দুদের মন্দির ধ্বংস ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কাঠমান্ডুতে অবস্থিত দেশটির দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন নেপালিরা। বিক্ষোভে প্রায় ৪০ জনের মতো নেপালি অংশ নেন। এসময় তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

সম্প্রতি পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতেও নানা কর্মসূচি পালিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।