ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি মানতে ‘বাধ্য নয়’ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি মানতে ‘বাধ্য নয়’ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান/ ফাইল ছবি

পাকিস্তান বলেছে, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির (টিপিএনডব্লিউ) কোনো বিধিনিষেধ মানতে বাধ্যবাধকতা নেই দেশটির।

সংবাদমাধ্যম ডন জানায়, গত ২২ জানুয়ারি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটি কার্যকর হয়।

তবে, প্রধান পরমাণু শক্তিধর দেশগুলো এ চুক্তিতে সই করেনি।

জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণে আইনি বাধা তৈরি করতে এ চুক্তি কার্যকর করা হয়েছে। এর উদ্দেশ্য পরমাণু অস্ত্র সংক্রান্ত যে কোনো কার্যক্রমে অংশগ্রহণে কিছু নিষেধাজ্ঞা প্রয়োগ করা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, এ চুক্তি আন্তর্জাতিক আইনের উন্নয়নে কোনোভাবে অবদান রাখে না।

নয়টি দেশ পরমাণু শক্তিধর— রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এর মধ্যে অন্যতম শক্তিধর রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

তিনি মন্তব্য করেন, ‘চুক্তিটি সইয়ের আগে যে আলোচনা হয়েছে, তাতে পরমাণু শক্তিধর কোনো দেশ অংশ না নেওয়ায়, চুক্তিটি কার্যত ব্যর্থ। ’

জাহিদ চৌধুরী দাবি বলেন, পরমাণু শক্তিধর নয়, এমন অনেক দেশও এ চুক্তিতে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে। পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার কার্যক্রম গ্রহণ করতে প্রতিটি দেশের নিরাপত্তা বিবেচনা করা অপরিহার্য।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।