ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে তৈরি হচ্ছে ‘নকল ভ্যাকসিন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
চীনে তৈরি হচ্ছে ‘নকল ভ্যাকসিন’ ছবি: সংগৃহীত

চীনে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মানুষের কাছে নকল ভ্যাকসিন বিক্রি করছে একটি অসাধু চক্র। এ ভ্যাকসিন বিক্রি করে তারা হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ।

 

সম্প্রতি এ চক্রের ৮০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চীনের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে- জিয়াংশু, বেইজিং এবং শানডং এলাকা থেকে অন্তত ৮০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অভিযুক্তরা অন্তত তিন হাজার ডোজ নকল ভ্যাকসিন বানিয়েছিল।

তারা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ইনজেক্টরগুলোতে স্যালাইন ভরে করোনার ভ্যাকসিন নামে বাজারজাত করতো। আর সেগুলো চড়া দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।