ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিরোধী জোট ‘পুতুল’ বিদায় করবে: বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
বিরোধী জোট ‘পুতুল’ বিদায় করবে: বিলওয়াল ভুট্টো

বিরোধী জোট পাস্তিানের প্রধানমন্ত্রী ইমরান খানের ‘পুতুল সরকার’ বিদায় করবে বলে মন্তব্য করেছেন পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি।  

এক টুইটে বিলওয়াল বলেন, রাজনীতির মাঠ রাজনীতিকদের হাতেই ছেড়ে দিতে হবে, না হলে বিতর্কে জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে হবে।

আর জনগণের দ্বারা নির্বাচিত সরকারই জনগণের সেবা করবে।  

তিনি বলেন, লং মার্চ এবং অনাস্থা নিয়ে আমাদের পিডিএম বৈঠকে আলোচনা হবে। সরকারের হতাশা পরিষ্কার। সিনেট নির্বাচনে তারা নিয়ম পরিবর্তনের চেষ্টা করছে। কারণ তারা তাদের পরাজয় দেখতে পাচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণ ঐতিহাসিক দারিদ্র্য, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির সম্মুখীন, কারণ এই সরকার তাদের ওপর চাপ সৃষ্টি করেছে। তাই এই পুতুল সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। পিপিপি গণতান্ত্রিক কৌশলের ওপর বিশ্বাস করে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।