ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আমন্ত্রিত তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আমন্ত্রিত তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই।  

রবার্ট এ ডেস্ত্রোকে তিব্বত বিষয়ক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করার কয়েকদিন পরই তাকে আমন্ত্রণ জানানো হয়।

গত ৬ দশকের মধ্যে এমন ঘটনা ঘটলো।  

কৃতজ্ঞতা প্রকাশ করে সাঙ্গাই একটি টুইটে বলেন, তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কারীর সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত। এই প্রথম কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের একজন প্রেসিডেন্টকে স্টেট ডিপার্টমেন্টের ভেতরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

তিনি ফেসবুক পোস্টে আরও বলেন, তিব্বত বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয়কারী রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ একটি ঐতিহাসিক মুহূর্ত।

১৪ অক্টোবর মাইকেল পম্পেও ডেস্ট্রোকে তিব্বত ইস্যুর জন্য মার্কিন বিশেষ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।