ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়াযকে এক লাখ ডোজ টিকা দিচ্ছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
কম্বোডিয়াযকে এক লাখ ডোজ টিকা দিচ্ছে ভারত 

কম্বোডিয়াকে এক লাখ ডোক করোনার টিকা উপহার দিচ্ছে ভারত। শনিবার নম পেনে অবস্থিত ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

 

দূতাবাস বলেছে, কম্বোডিয়ার জনগণের স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভারত এ টিকা দিচ্ছে।  

টিকা সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছিলেন ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী। সেই অনুরোধের সাড়া দিয়েই টিকা সরবরাহের অনুমোদন  দেওয়া হয়েছে।  

দূতাবাস বলেছে, নম পেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আনন্দের সঙ্গে ঘোষণা করেছে যে ভারত সরকার জরুরি ভিত্তিতে কম্বোডিয়ায় এক লাখ ডোজ করোনা টিকা সরবরাহের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত কম্বোডিয়ার জনগণের স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য।  

২০ জানুয়ারি থেকে ভুটান, মালদ্বীপ, মরিশাস, বাহরাইন, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, সেশেলস এবং শ্রীলংকাসহ বেশ কয়েকটি দেশে করোনার টিকা সরবরাহ করেছে ভারত।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।