ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৪৭ ভাষায় কথা বলে যে রোবট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
৪৭ ভাষায় কথা বলে যে রোবট!

ভারতের একজন স্কুলশিক্ষক এমন একটি রোবট তৈরি করেছেন, যা স্থানীয় ৯টি এবং ৩৮টি বিদেশি ভাষায় কথা বলতে পারে।  

ওই শিক্ষকের নাম দীনেশ প্যাটেল।

তিনি ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার রাজমালপুর গ্রামের বাসিন্দা এবং আইআইটি মুম্বাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক।  

বলিউডের সিনেমা ‘রোবট দেখে তিনি অনুপ্রাণিত হন এবং ‘শালু’ নামের ওই রোবট তৈরি করেন। এটি রোবট সোফিয়ার মতোই।  

প্যাটেল আইএএনএসকে বলেন, প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠ, অ্যালুমিনিয়াম ইত্যাদি বর্জ্য পদার্থ ব্যবহার করে শালু তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিল এবং ব্যয় ছিল প্রায় ৫০,০০০ রুপি।

তিনি বলেন, এটি একটি প্রোটোটাইপ রোবট। এর চেনার ক্ষমতা আছে, মনে রাখার ক্ষমতা আছে এবং সাধারণ জ্ঞান, গণিত ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে পারে।  

তিনি জানান, শালু মানুষকে শুভেচ্ছা জানাতে পারে, আবেগ প্রদর্শন করতে পারে, সংবাদপত্র পড়তে পারে, রেসিপি আবৃত্তি করতে পারে এবং আরো অনেক কাজ করতে পারে। এটি স্কুলে শিক্ষক এবং অফিসে রিসেপশনিস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।