ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হংকংয়ের আদালতে অভিযুক্ত মিডিয়া টাইকুন জিমি লাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
হংকংয়ের আদালতে অভিযুক্ত মিডিয়া টাইকুন জিমি লাই

২০১৯ সালের বিক্ষোভের সময় অননুমোদিত সমাবেশে ভূমিকার জন্য মিডিয়া টাইকুন জিমি লাই এবং আরও আটজন বিশিষ্ট বিরোধী দলীয় কর্মীকে দোষী সাব্যস্ত করেছে হংকং-এর একটি আদালত।

বিবাদীদের মধ্যে আরও আছেন হংকংয়ের গণতন্ত্রের পিতা মার্টিন লি, গণতন্ত্রপন্থী ব্যক্তিত্ব আলবার্ট হো এবং লি চিউক-ইয়ান।

২০১৯ সালের ১৮ আগস্ট হংকং দ্বীপে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা পুলিশ আগেই নিষিদ্ধ করেছিল। সেই বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নয়জন বিবাদীর মধ্যে সাবেক আইন প্রণেতা আউ নক-হিন এবং লিউং ইয়ু-চুং দোষী সাব্যস্ত হননি। তাদের বিরুদ্ধে আরেকদিন চার্জ করা হবে।

বিচারক আমান্ডা উডকক বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad