ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত নয় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত নয় পাকিস্তান

পিপিপি চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টো-জারদারি প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে বলেছেন, সরকার প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিন কিনতে অস্বীকার করায় দেশ কোভিড-১৯ এর চলমান তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত নয়।

স্থানীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাতের পর জ্যাকোবাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভ্যাকসিন কিনতে অস্বীকার করার ক্ষেত্রে সরকারের 'জেদ' করছে।

একইসঙ্গে অন্যান্য আঞ্চলিক দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, পাকিস্তান করোনার তৃতীয় ঢেউকে চ্যালেঞ্জ জানাতে একেবারেই প্রস্তুত নয়।  

তিনি বলেন, আমাদের ফেডারেল সরকার একগুঁয়েমি দেখাচ্ছে, যে তারা প্রত্যেক পাকিস্তানির জন্য ভ্যাকসিন কিনতে প্রস্তুত নয়, যা এই সমস্যার একমাত্র সমাধান।

বিলাওয়ালকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, মহামারি ও টিকাকরণ অভিযান মোকাবিলায় ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার পেছনে রয়েছে পাকিস্তান।

ভুট্টো বলেন, আমি মনে করি এটি একটি লজ্জাজনক বাস্তবতা এবং পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাংলাদেশ বা আফগানিস্তানের পিছনে থাকার কোনো কারণ নেই।

করোনার কারণে পাকিস্তানে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।