ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় চীনে ৫৯০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বন্যায় চীনে ৫৯০ মৃত্যু সংগৃহীত ছবি

অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ৫ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

 

সোমবার (৮ নভেম্বর) কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী ঝোও ঝুয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় ৫ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৫৯০ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে।  

ঝোও ঝুয়েন বলেন, অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২ লাখ ৩ হাজার বাড়িঘর ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার সম্পদ।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।