ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিও পাবে না ইসরায়েলের সাইবার প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
সৌদিও পাবে না ইসরায়েলের সাইবার প্রযুক্তি

ইহুদিবাদি দেশ ইসরায়েল সাইবার প্রযুক্তি বিক্রি করবে না এমন ৬৫টি দেশের তালিকা প্রকাশ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো ও মরক্কোর মতো দেশও।

খবর টাইমস অব ইসরায়েলের।

জানা গেছে, বিশ্বজুড়ে ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইসরায়েল জানিয়েছে ভিন্ন কারণ। তাদের দাবি, যেসব দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন রয়েছে সেসব দেশকে তারা এই তালিকা থেকে বাদ দিয়েছে।

তবে, একসঙ্গে ৬৫ দেশকে তালিকা থেকে বাদ দেওয়ায় বড় ধাক্কা লাগবে ইসরায়েলের সাইবার প্রযুক্তি শিল্পে। পেগাসাস নিয়ে এরইমধ্যে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে। বর্তমান বাজারের সবথেকে শক্তিশালী নজরদারি পদ্ধতি বলে ধরে নেওয়া হয় এটিকে। এর মাধ্যমে টার্গেট করা মোবাইলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায়। এর মাইক্রোফোন ও ক্যামেরা চালু করেও সব তথ্য হাতিয়ে নেওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।