ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘নতুন তাজমহল’র অন্দরমহলে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
‘নতুন তাজমহল’র অন্দরমহলে  যা আছে

স্ত্রী মমতাজ মহলের জন্য ভারতের আগ্রায় তৈরি সম্রাট শাহজাহানের তাজমহল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ভবনটি এখন ভালোবাসার প্রতীক।

 

তাজমহলের আদলে এবার ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে আরেক তাজমহল বানালেন আনন্দ প্রকাশ নামের এক ব্যবসায়ী। সেই বাড়ি স্ত্রীকে উপহার দিয়েছেন তিনি।  

বাড়িটি তৈরি করতে সময় লেগেছে তিন বছর। তাজমহলের আদলে তৈরি এই বাড়ির গম্বুজ ২৯ ফুট। এতে তাজমহলের মতো টাওয়ার রয়েছে। এর মেঝে তৈরি হয়েছে রাজস্থানে মকরানে। আর বাড়ির আসবাবপত্র তৈরি করেছেন মুম্বাইয়ের শিল্পীরা। বাড়িটিতে একতলায় দুটি বেডরুম এবং দোতলায় আরও দুটি বেডরুম রয়েছে।

এছাড়া রয়েছে হলঘর, লাইব্রেরি ও মেডিটেশন রুম। বাড়িটির অন্দরমহল ও বাইরের আলোকসজ্জা এমনভাবে করা হয়েছে, যাতে আসল তাজমহলের মতো অন্ধকারেও জ্বলজ্বল করে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।