ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৬ কোটি ৫৬ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
২৬ কোটি ৫৬ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা  সংগৃহীত ছবি

প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (০৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে ২৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫২ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন।

ওই ওয়েবসাইটে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ৭৫০ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।