ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাওয়া গেছে বিধ্বস্ত সেই হেলিকপ্টারের ‘ব্ল্যাকবক্স’ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
পাওয়া গেছে বিধ্বস্ত সেই হেলিকপ্টারের ‘ব্ল্যাকবক্স’ 

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা নিহত হয়েছেন। তাদের সঙ্গে প্রাণ গেছে আরও ১১ জনের।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি পাইলট বরুন সিং।  

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় এমআই-১৭ হেলিকপ্টারটি।

দুর্ঘটনার পর হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধারের কথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ সিং।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং বলেন, বুধবার ১২টা ১৫ মিনিটে কপ্টারটির ওয়েলিংটনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ১২টা ৮ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুন্নুর এলাকার বাসিন্দারা চা বাগানের মধ্যে ওই সেনা চপারের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা দেখেন আগুন লেগে গেছে ওই মিলিটারি হেলিকপ্টারে। তখন খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আরও ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।