ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশে প্রথম অফিস খুলতে যাচ্ছে বার্তা সংস্থা তাস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
মহাকাশে প্রথম অফিস খুলতে যাচ্ছে বার্তা সংস্থা তাস!

রুশ বার্তা সংস্থা ‘তাস’ই বিশ্বের প্রথম সংবাদ মাধ্যম যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে।

বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।

তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

রুশ নায়ক নভোচারি আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগী ইয়োজো হিরানা।

গত ১৭ নভেম্বর বার্তা সংস্থা তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। চুক্তির পর তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সার্গেই মিখাইলভ বলেছেন, তাসের সব কর্মীর নভোচারিদের সহকর্মী হিসেবে পাওয়া বড় সম্মানের।

রসকসমসের সিইও দিমিত্রি রোগোজিন বলেছেন, মহাকাশে তাসের কার্যালয় খোলার কারণে আরও অনেক বেশি লোক রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।

প্রসঙ্গত, তাসের কর্মীসংখ্যা প্রায় দুই হাজার। বিশ্বের ৬০টি দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।