ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার, দাম ‘আকাশছোঁয়া’ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার, দাম ‘আকাশছোঁয়া’ 

হাতের তালুতে অনায়াসে লুকিয়ে রাখা যাবে ছোট্ট অস্ত্রটি। গিনেস রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার।

এটি তৈরি করেছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান।  

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, এই রিভলভারের নাম সি১এসটি। ১৯.৮ গ্রাম ওজনের এই অস্ত্রটি সাড়ে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১ সেন্টিমিটার চওড়া। রিভলভারটির দাম ৫ লাখ ৭৫ হাজার ৬৯৩ টাকা।  

রিভলভারটির আকার এতই ছোট যে, যেকোনো স্থানে সহজে লুকিয়ে নিয়ে যাওয়া যাবে। এ কারণেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এই রিভলভার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।  

ঘড়ি ও গয়না তৈরির প্রযুক্তি ব্যবহার করে এই রিভলভার বানানো হয়েছে। এর সঙ্গে বন্দুক তৈরির প্রযুক্তিকেও কাজে লাগানো হয়।  

এই রিভলভারের ক্ষমতা ১ জুলেরও কম। তাই এর গুলিতে মৃত্যুর আশঙ্কা কম। তবে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।