ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত অর্ধশত

যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে ৫৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিসৌরি, আরকানসাস, ইলিনয়, কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যে ২৪টি টর্নেডো আঘাত হেনেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে।

স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে দক্ষিণ-পশ্চিম কেন্টাকিতে টর্নেডো আঘাত হানে বলে জানান কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।  

টেনেসি অঙ্গরাজ্যে অন্তত তিনজন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ডিন ফ্লেনারের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।  

উত্তর আরকানসাসের মনেটে একটি নার্সিং হোমের ছাদে টর্নেডোর আঘাতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

ইলিনয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গভীর রাতে টর্নেডো এবং শক্তিশালী ঝড়ের পরে সেন্ট লুইসের কাছে একটি আমাজন গুদামের ছাদ আংশিকভাবে ধসে পড়ে অনেক লোক আটকা পড়েছিল।

টর্নেডোর কারণে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছু অঞ্চল। ছয়টি অঙ্গরাজ্যের মধ্যে ২ লাখ ৫৭ হাজার নাগরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।