ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আবারও আইসোলেশনে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আবারও আইসোলেশনে ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিস সহকারী ও নিরাপত্তা দলের ছয় সদস্য করোনা শনাক্ত হয়েছেন।

তবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে প্রধানমন্ত্রী ট্রুডোর ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

বুধবার (২২ ডিসেম্বর) কানাডীয় সংবাদ মাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশনে রয়েছেন জাস্টিন ট্রুডো। নিয়ম মেনে চলছেন তার সঙ্গী ও করোনা আক্রান্ত কর্মকর্তারাও।

নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সরকারি বিভিন্ন কাজ অফিসের বাইরে থেকেই করছেন।

ট্রুডো জানিয়েছেন, তিনি ও তার কর্মকর্তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সে কারণে তিনি জনসমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলছেন।

দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাকে যোগাযোগ কমাতে বললেও সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পরামর্শ দেয়নি। এর আগে গতবছর ট্রুডোর স্ত্রী করোনা শনাক্ত হলে সে সময়েও আইসোলেশনে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।