ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০২২ সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ ২০ এয়ারলাইনস 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
২০২২ সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ ২০ এয়ারলাইনস 

করোনা ভাইরাস মহামারির মধ্যে ২০২১ সালে বিশ্বজুড়ে বিমান ভ্রমণ প্রায় বন্ধই ছিল। এতে করে বিমান সংস্থাগুলো বেশ ক্ষতির মধ্যে পড়ে যায়।

 

করোনা মহামারির দুই বছর পরও বিমানের ফ্লাইট ও যাত্রীর সংখ্যা খুব একটা বাড়েনি। এমন পরিস্থিতিতে নতুন বছরে নিরাপত্তা ও পণ্য পর্যালোচনা করে বিশ্বের ২০টি এয়ারলাইনসকে নিরাপদ হিসেবে উল্লেখ করেছে ‘এয়ারলাইনর‌্যাটিংস ডটকম’ নামের ওয়েবসাইট।  

এই তালিকায় এক নম্বরে রয়েছে ‘এয়ার নিউজিল্যান্ড’ নামের সংস্থাটি।  

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়েবসাইটটির প্রধান সম্পাদক জিওফ্রে থমাস বলেন, চমৎকার অতীত রেকর্ড, ককপিট উদ্ভাবনের সংখ্যা, পাইলট প্রশিক্ষণসহ আরও কিছু কারণে প্রথম স্থানে রাখা হয়েছে নিউজিল্যান্ডের পতাকাবাহী বিমান সংস্থাকে।  

চলুন জেনে নেওয়া যাক, নতুন বছরের ২০টি নিরাপদ এয়ারলাইন সম্পর্কে: 

১. এয়ার নিউজিল্যান্ড
২. ইতিহাদ এয়ারওয়েজ
৩. কাতার এয়ারওয়েজ
৪. সিঙ্গাপুর এয়ারলাইন্স
৫. ট্যাপ এয়ার পর্তুগাল
৬. এসএএস
৭. কান্টাস
৮. আলাস্কা এয়ারলাইন্স
৯. ইভা এয়ার
১০. ভার্জিন অস্ট্রেলিয়া/ভার্জিন আটলান্টিক
১১. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
১২. হাওয়াইয়ান এয়ারলাইন্স
১৩. আমেরিকান এয়ারলাইন্স
১৪. লুফথানসা
১৫. ফিনায়ার
১৬. কেএলএম
১৭. ব্রিটিশ এয়ারওয়েজ
১৮. ডেল্টা এয়ার লাইনস
১৯. ইউনাইটেড এয়ারলাইন্স
২০. আমিরাত

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।