ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুলি করে নিজেদের ২ মেজর মারল ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
গুলি করে নিজেদের ২ মেজর মারল ইসরায়েল! ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে নিজেদের সেনা সদস্যদের গুলিতে ইসরায়েলের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত দুই কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

এর আগে, বুধবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি সামরিক ঘাঁটির কাছে অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারী সন্দেহে গুলি চালালে ওই কর্মকর্তারা নিহত হন।

এ বিষয়ে ইসরায়েলি সেনা মুখপাত্র বলেন, রাত্রীকালীন মহড়ার সময়ে জর্ডান উপত্যকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হন। ইউনিটের এক সেনা সদস্য তাদের দেখে ফিলিস্তিনি মনে করে এবং তারা হামলা করবে ভেবে গুলি চালায়।  এটা ইচ্ছাকৃত হত্যা নয়। সতর্কতামূলক গুলি চালালে তাদের গায়ে লেগে যায়।

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিন ওই এলাকাসহ গাজা উপত্যকা নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে নিজেদের রাষ্ট্র গঠন করতে চায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।