ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন সৌদি নারী

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন সৌদি আরবের এক নারী। রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে ওই শিশুদের জন্ম হয়।

বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী ওই নারী ১২ জানুয়ারি একসঙ্গে ১০ শিশুর জন্ম দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে।

তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।