ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ভারত মহাসাগরে ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়া

সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করছে ইরান, রাশিয়া ও চীন।

ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে এই নৌমহড়া শুরু হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে।  

মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিন জানিয়েছেন, ইরান, রাশিয়া ও চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এ মহড়ার মূল স্লোগান হচ্ছে “শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য” যা সমুদ্রের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করাই এই মহড়ার লক্ষ্য।  

এছাড়া এ মহড়ার অন্য লক্ষগুলো হলো- বিশ্ব শান্তি, সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থন, জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।