ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি

দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেটে বসানো হচ্ছে গ্রানাইট পাথরে তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মূর্তি বসানো হবে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ জানুয়ারি) এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

নরেন্দ্র মোদী লেখেন, সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। আমি জানাতে চাই, ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপিত হবে। দেশ যেভাবে তার কাছে ঋণী, তারই প্রতীক হিসেবে তৈরি হতে চলেছে এই মূর্তি।

ওই মূর্তি বসানোর আগপর্যন্ত সেখানে নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রোববার সেই হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।