ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে মিসাইল কারখানায় গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ইউক্রেনে মিসাইল কারখানায় গুলিতে নিহত ৫

ইউক্রেনে এক নিরাপত্তারক্ষীর গুলিতে দেশটির একটি মিসাইল কারখানার পাঁচজন প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। তবে কী কারণে ওই  নিরাপত্তারক্ষী প্রহরীদের গুলি করেছে তা এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে প্রহরীদের কাছে অস্ত্র জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। হামলাকারী একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সবমিলিয়ে পাঁচজন প্রহরী মারা গেছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। পলাতক নিরাপত্তারক্ষীকে খুঁজছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।