ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির কয়েক ডজন ‘ভাড়াটে সন্ত্রাসী’ নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
সৌদির কয়েক ডজন ‘ভাড়াটে সন্ত্রাসী’ নিহত  প্রতীকী ছবি

সৌদি আরবের কয়েক ডজন ‘ভাড়াটে সন্ত্রাসী’ ইয়েমেনে নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন।

 

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, এর আগে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন আরব জোট কয়েক দফা বিমান হামলা চালায়। প্রতিশোধ নিতেই ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি ভাড়াটে গেরিলাদের ওপর এই হামলা চালানো হয়।  

বুধবার (২৬ জানুয়ারি) ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, মা’রিব প্রদেশের কথিত ‘তৃতীয় সামরিক অঞ্চল’র একটি ক্যাম্পে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটির নিখুঁত আঘাতে বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হন।

মা'রিব প্রদেশের আল-জুবা এলাকায় সৌদি জোট ৯ দফা বিমান হামলা চালিয়েছে বলে জানায় আল-মাসিরা টেলিভিশন চ্যানেল।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।