ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকার দক্ষিণাঞ্চলে ঝড়ে ৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আফ্রিকার দক্ষিণাঞ্চলে ঝড়ে ৭০ জনের মৃত্যু

আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় অ্যানার আঘাতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। ওই তিনটি দেশ হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আলজারিজার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২৪ জানুয়ারি ওই তিনটি দেশে মৌসুমী ঝড় ‘অ্যানা’ আঘাত করে। এতে মাদাগাস্কারে ৪১ জন, মালাবিতে ১১ এবং মোজাম্বিকে ১৮ জন জনের মৃত্যু হয়।

ঝড়ের পর উদ্ধারকর্মী, কর্তৃপক্ষ এখনও উদ্ধার কাজ চালাচ্ছে এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বোঝার চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড় জিম্বাবুয়েও আঘাত হানে তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঝড়ের প্রভাবে ওই তিনটি দেশেই হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঝড়ের থেকে রক্ষা পেতে মাদাগাস্কারে ১ লাখ ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

রাজধানী আনতানানারিভোর বিভিন্ন স্কুল ও জিমনেশিয়ামগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়।

এছাড়া ঝড়ে উত্তর ও মধ্য মোজাম্বিকে ১০ হাজার বাড়ি-ঘর, বহু সংখ্যক স্কুল ও হাসপাতাল ভেঙে পড়েছে। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মোজাম্বিকের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং মার্চ মাস পর্যন্ত আরও ছয়টি বড় ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।