ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
জম্মু-কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা ও বাদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ (জিইএম) ও লস্কর-এ-তৈয়বার (এলইটি) পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে এনডিটিভিসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো।


 
প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার নাইরা অঞ্চলে যে বন্দুকযুদ্ধ হয়েছে তাতে চারজন নিহত হয়েছেন। আর বাদগাম জেলায় নিহত হয়েছেন একজন।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে গ্রেটার কাশ্মীর জানিয়েছে, নাইরাতে যে চারজন নিহত হয়েছেন তারা জইশ-ই-মুহাম্মদ সংশ্লিষ্ট। যেখানে বন্দুকযুদ্ধ হয়েছে, সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আর বাদগামের চারার-ই-শরীফে নিহত ব্যক্তি লস্কর-এ-তৈয়বা সংশ্লিষ্ট।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ঘটনার কথা উল্লেখ করে একটি টুইট করেছেন। এটিকে একটি ‘বড় সাফল্য’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।  

এদিকে জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামায় নিহতদের মধ্যে শীর্ষ জেইএম কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছেন। লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ সেনা নিহত হয়। ওই ঘটনার পর থেকে তাকে খুঁজছিল ভারতের পুলিশ।

কাশ্মীর উপত্যকায় শুধুমাত্র জানুয়ারি মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ১১টি বন্দুকযুদ্ধ হয়েছে, যাতে ৮ বিদেশিসহ ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।