ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত মাছে ভরে গেল ফ্রান্সের উপকূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মৃত মাছে ভরে গেল ফ্রান্সের উপকূল সাদা ফেনিল অংশটি আসলে ভেসে থাকা মৃত মাছ। ছবি: রয়টার্স

ফ্রান্সের আটলান্টিকের উপকূলীয় অঞ্চলে এক লাখেরও বেশি মৃত মাছ ভেসে উঠেছে। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির মৎস্য সম্পদ মন্ত্রী অ্যানিক গিরারডিন।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দ্য পেলাজিক ফ্রিজার-ট্রলার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ ধরার ট্রলার মার্জিরিসের একটা জাল ছিঁড়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে। মাছগুলো কড পরিবারের ‘ব্লু  হোয়াইটিং’। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে মার্জিরিসের জালটি ছিঁড়ে যায়। এটিকে ‘বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছে তারা।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইউই) সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এ ঘটনা ভেসেলের লগবুকে রেকর্ড করা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়া হয়েছে লিথুনিয়ার ভেসেলস ফ্ল্যাগ স্টেটের কর্তৃপক্ষের কাছে।

পরিবেশবাদী গ্রুপ দ্য সি শেফার্ড ফ্রান্স বৃহস্পতিবার ভেসে থাকা মৃত মাছের ভিডিও করে। তারা জানায়, প্রায় তিন হাজার বর্গ মিটার এলাকাজুড়ে মাছগুলো ভেসে ছিল। অবৈধভাবে মাছ শিকারের কারণে ঘটনাটি ঘটেছে বলে  অভিযোগ করেছে তারা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।