ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম নারী উপাচার্য পেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
প্রথম নারী উপাচার্য পেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়  অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপাচার্য পদে শান্তিশ্রী পণ্ডিতকে নিয়োগ করছেন। আগামী পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  

৫৯ বছর বয়সী অধ্যাপক শান্তিশ্রী পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে।  

এখন মহারাষ্ট্রের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পলিটিক্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।