ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ২ বছরে অর্থকষ্টে ২৫ হাজার মানুষের আত্মহত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ভারতে ২ বছরে অর্থকষ্টে ২৫ হাজার মানুষের আত্মহত্যা  প্রতীকী ছবি

অর্থনৈতিক সমস্যার কারণে ভারতে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ২৫,২৫১ জন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সংসদে বেকারত্ব সংক্রান্ত আলোচনার ভাষণে এ তথ্য জানান তিনি।

 

আত্মহত্যাকারীদের মধ্যে ৯,১৪০ জন বেকারত্ব এবং ১৬, ০৯১ জন দেউলিয়া কিংবা ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় সরকারের। আত্মহত্যা সংক্রান্ত এই তথ্য তুলে ধরেছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

এনসিআরবির তথ্য বলছে, করোনার মহামারির প্রথম স্ফীতিতে অর্থাৎ ২০২০ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে অনেকটাই। ২০১৮ ও ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মঘাতী হন যথাক্রমে ২,৭৪১ ও ২,৮৫১ জন। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে হয় ৩,৫৪৮। ২০২০ সালে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেন ৫,২১৩ জন।

সূত্র: আনন্দবাজার
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।