ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে নামলো মার্কিন যুদ্ধবিমান, উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
পোল্যান্ডে নামলো মার্কিন যুদ্ধবিমান, উত্তেজনা তুঙ্গে

ইউক্রেন-রাশিয়া উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের লাস্ক শহরের বিমানঘাঁটিতে যুদ্ধবিমানগুলো অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করলেও পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক কতগুলো যুদ্ধবিমান ঘাঁটিতে নেমেছে তা জানাননি।

এর আগে সেখানে ৩৫০ জন সেনা মোতায়েন করে যুক্তরাজ্য। এমনকি পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটি সফর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক লিখেছেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বিমান টহল মিশনকে সহায়তা করবে।

পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনকে ঘিরে থাকা মিত্র দেশগুলোতেও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।