ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট করেছে রাশিয়া

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনের করা মামলার শুনানি বয়কট করেছে রাশিয়া।

ইউক্রেনের করা মামলাকে ‘অর্থহীন’ উল্লেখ করে চলতি সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শুনানি বয়কট করা হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেন সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে রাশিয়াকে তার আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। মস্কো ভুলভাবে মিথ্যা দাবিতে তার আক্রমণকে ন্যায্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করে কিয়েভ।

আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মামলাটির রায় দেওয়া হবে।

তবে ইউক্রেনে হামলা বন্ধ করার করার নির্দেশ দেওয়া কোনো রায় রাশিয়া মেনে নেবে বলে আশা করা যাচ্ছে না।

দ্য হেগ-ভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জাতিসংঘের শীর্ষ আদালত। কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা, সে বিষয়ে এই আদালত সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।