ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সীমান্তের ওপার থেকে ছোড়া এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও মোসাদের দুটি প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হেনেছে।

তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।  

ইরান’স বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিষয়টি নিয়ে কুর্দিশ অঞ্চলের কাউন্টার টেরোরিজম-এর মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দু’টি প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।