ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সীমান্তের ওপার থেকে ছোড়া এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও মোসাদের দুটি প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হেনেছে।
তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।
ইরান’স বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বিষয়টি নিয়ে কুর্দিশ অঞ্চলের কাউন্টার টেরোরিজম-এর মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দু’টি প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমজেএফ