যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার এক পুলিশ সদস্য তার বান্ধবীর কুকুরকে হত্যা করে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ কারণে তার এক বছরের কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আদালতের নথি অনুসারে ভার্জিনিয়ার রিচমন্ডের পুলিশ কর্মকর্তা রিচার্ড চিনাপ্পির (২৭) বিরুদ্ধে বান্ধবীর কুকুরকে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গত অক্টোবরে চিনাপ্পা তার সাবেক বান্ধবীর বিগল মিক্স কুকুরকে গুলি করে হত্যা করেন। কিন্তু পরে তদন্তকারীদের বলেন, ভাল্লুকের আক্রমণের ফলে মারা গেছে কুকুরটি।
২০১৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া চিনাপ্পিকে গত শুক্রবার পাওহাটান বিভাগীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তবে চার বছর স্থগিত কারাদণ্ডাদেশ হওয়ায় আপাতত তাকে এক বছর জেলে কাটাতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনএসআর