ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরো ছয় মিটার বেড়েছে আইফেল টাওয়ারের উচ্চতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
আরো ছয় মিটার বেড়েছে আইফেল টাওয়ারের উচ্চতা

ইউরোপের আইকনিক শহর প্যারিসের আইফেল টাওয়ার আরো উঁচু হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে ছয় মিটারের নতুন বেতার অ্যান্টেনা।

এতে আইফেল টাওয়ারও ছয় মিটার উঁচু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইফেল টাওয়ার সোসাইটি।

বিশ্ব বিখ্যাত স্থাপনাটির কর্তৃপক্ষ জানায়, বৃহত্তর প্যারিসে ডিজিটাল বেতার সংকেত পাঠানোর জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে।

প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র থেকে একশ বছরেরও বেশি আগে প্রথম ফরাসি রেডিও অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছিল।

তবে এভাবে উচ্চতা বৃদ্ধি এবারই প্রথম নয়। ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল।

তবে এবার ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়িয়েছে ৩৩০ মিটার।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ৩২৪ মিটার উঁচু আইফেল টাওয়ার তৈরি হয়েছিল। টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে এটি নির্মাণ করেন। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক শুধু আইফেল টাওযার দেখতে প্যারিসে যান।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।