ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের জনগণের বন্ধু দেশ চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
ইউক্রেনের জনগণের বন্ধু দেশ চীন

কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ানরং বলেছেন, চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না।  রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সাহায্য চাচ্ছে এমন রিপোর্টের পর তিনি এ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) তিনি এ কথা জানান। খবর: সিএনএন

জিয়ানরং লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কিকে বৈঠকের সময় এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনের এ খারাপ সময়ে আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। ইউক্রেনের জনগণের বন্ধু দেশ হচ্ছে চীন।

তিনি আরও বলেন, একজন রাষ্ট্রদূত হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময়ই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে। চীনা দূতাবাস কিয়েভ থেকে লভিভে চলে গেছে, আপাতত সেখানেই থাকবে।

প্রসঙ্গত, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অন্যদিকে, রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet